Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
'আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৪’
Details
'Protect Your Hearing, Protect Your Health'
'আসুন সবাই শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪/০৪/২০২৪ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় 'আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস' উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, নেত্রকোণা- এর সহযোগিতায় র‌্যালি ও র‌্যালি উত্তর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব শাহেদ পারভেজ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নেত্রকোণা  মহোদয়- এঁর প্রতিনিধি জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নেত্রকোণা,  জনাব নজরুল ইসলাম, মেয়র, সদর নেত্রকোণা এবং সিভিল সার্জন, নেত্রকোণা মহোদয়- এঁর প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া আজমাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব নূরুল আমীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জনাব তানিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, নেত্রকোণা, 
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আবু সাঈদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা এবং শব্দ সচেতনতা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জনাব এম সাব্বির হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা । 
আলোচনা সভায় এনজিও কর্মী, ট্রাফিক পুলিশের প্রতিনিধি, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ, গাড়ী চালক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মামুন খন্দকার, উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা।
Attachments
Publish Date
06/05/2024
Archieve Date
24/04/2025