১০ জুলাই ২০২৪ তারিখ (বুধবার) পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোণা সাকুয়া বাজার এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ০৩(তিন)টি বাস ও ০৩(তিন) ট্রাক চালককে ০৬টি মামলায় মোট ৮,০০০/-(আট হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০(দশ) টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস